আজকের স্বদেশ ডেস্ক::
বলিউডি মুভিতে পরিচালনায় নামতে ধার নিয়েছিলেন ১০ কোটি রুপি। তা শোধ না দেয়ায় হয় পুলিশ, কাছারি, মকদ্দমা। শেষমেষ অভিনেতা রাজপাল যাদব, তার স্ত্রী ও একটি সংস্থাকে দোষী সাব্যস্ত করল দিল্লির কারকারদুমা আদালত।
২০১০-এ ওই ৫ কোটি রুপি ধার নেন রাজপাল, ছবি করার জন্য, দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে। আতা পাতা লাপতা নামে ছবিটি ২০১২ সালে মুক্তিও পেয়ে যায়। কিন্তু ধার আর শোধ দেননি রাজপাল, ফলে আদালতে যান অভিযোগকারী ব্যবসায়ী।
এই মামলায় ইতিমধ্যেই ১০ দিন বিচারবিভাগীয় হেফাজতে কাটাতে হয়েছে রাজপালকে। সম্ভবত ২৩ তারিখ তার সাজা ঘোষণা করবে আদালত।
আজকের স্বদেশ/ফখরুল
Leave a Reply