দিরাই সংবাদদাতা::
দিরাই উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি, সমস্যা ও সম্ভাবনার কথা নিয়ে ”দিরাই থানা পাবলিক” প্রকাশ করতে যাচ্ছে তথ্যবহুল ম্যাগাজিন।
তথ্যবহুল ম্যাগাজিন প্রকাশ উপলক্ষে আজ শনিবার দুপুর ১২টায় পৌর সদরের জনতা রেস্টুরেন্টের কনফারেন্স হলে আয়োজিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে গ্রুপের চেয়ারম্যান আলমগীর চৌধুরীর সভাপতিত্বে এবং পরিচালক নাঈম ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গ্রুপের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক আখলাকুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক হাফিজ সাব্বির আহমদ সর্দার, আইন বিষয়ক সম্পাদক এমদাদ সর্দার, সহ-অর্থ বিষয়ক সম্পাদক হাফিজ লোকমান আহমদ, পৌরসভার প্রতিনিধি শামসুজ্জামান লিকসন, সালমান মিয়া, জগদল ইউনিয়ন প্রতিনিধি শেখ মামুন, আয়ুব খান, সরমঙ্গল ইউনিয়ন প্রতিনিধি জুনাইদ মিয়া, চরনারচর ইউনিয়ন প্রতিনিধি বিদ্যুৎ দাস, রাজানগর ইউনিয়ন প্রতিনিধি আকতার সাদিক, করিমপুর ইউনিয়ন প্রতিনিধি জাবেদ আহমদ, গ্রুপের সদস্য এনাম সর্দার, সালামত খান,ইমদাদুল হক টিপন প্রমুখ।
দিরাই উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি, সমস্যা ও সম্ভাবনার কথা নিয়ে প্রকাশিত ম্যাগাজিনে আপনিও পাঠাতে পারেন সঠিক তথ্য ও ছবি।
আপনি যে বিষয়ে তথ্য ও ছবি পাঠাতে পারেন, দিরাই উপজেলার সংক্ষিপ্ত বা ঐতিহাসিক তথ্য, ঊপজেলার সমস্যা ও সম্ভাবনার কথা উপজেলাধীন প্রতিটি ইউনিয়নের তথ্য, ইউনিয়ন সমূহের ঐতিহাসিক বা গুরুত্বপূর্ণ স্থাপনা বিখ্যাত ব্যক্তির স্মৃতিচিহ্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান প্রাকৃতিক দৃশ্য হাওর বাধ কিংবা সম্পর্কিত স্বরচিত লেখা অথবা ছবি, স্বরচিত গল্প কবিতা প্রবন্ধ সচেতনতা মূলক লেখা কিংবা ছবি। আপনার সংগ্রহ করা তথ্য ও ছবি পাঠাতে ২৫ এপ্রিল এর মধ্যে যোগাযোগ করুন দিরাই থানা পাবলিক গ্রুপ ফেইসবুকে।
Leave a Reply