আজকের স্বদেশ ডেস্ক::
সুন্দরবন বিষয়ে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কমিটির জুলাই সভায় গৃহীত সিদ্ধান্ত সমুহ বাস্তবায়নে বাংলাদেশ সরকারের ক্রমাগত উপেক্ষা নিরসনে ইউনেস্কোর পদক্ষেপ কামনা করে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি চিঠি দিয়েছে। গত ১২ এপ্রিল তারা ঢাকাস্থ ইউনেস্কার প্রধান বিট্রিকস কালদুন বরাবর এচিঠিটি দেয়া হয়।
আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তনে “ধ্বংসোন্মুখ সুন্দরবন রক্ষায় ইউনেস্কোর জরুরী পদক্ষেপের দাবীতে” এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান হয়। সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)সহ ৫৭টি সদস্য সংগঠনের উদ্যোগে এ সংবাদ সম্মেলনে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহবায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল এব্যাপারে বিস্তারিত তুলে ধরেন।
এছাড়াও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে ঢাকা আব্দুল মতিন, শরিফ জামিল, আলমগীর কবির, মোজাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত।
ইউনেস্কা বরারর দেয়া চিঠির ব্যাপারে অ্যাডভোকেট সুলতানা কামাল বিস্তারিত তুলে ধরে জানান, সুন্দরবন বিষয়ে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কমিটির জুলাই সভায় গৃহীত সিদ্ধান্ত সমুহ বাস্তবায়নে বাংলাদেশ সরকার ক্রমাগত উপেক্ষা করে চলেছেন। রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজ অব্যহত রয়েছে কিন্তু তার মারাত্বক ক্ষতিকর প্রভাব নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হচ্ছে না। আর কৌশলগত পরিবেশ সমীক্ষাও করা হয়নি।
তাছাড়া বনের পাশে যথেচ্ছ বৃহাদাকার শিল্প প্রতিষ্টান নির্মাণ কাজ চলছে। এব্যাপারে সুন্দরবন কমিটির পক্ষ থেকে দেয়া চিঠির সাথে একটি প্রতিবদেন যুক্ত করা হয়েছে, যাতে উদ্বেগের মুল কারণগুলি উল্লেখ করা হয়েছে।
ইউনেস্কা বরারর দেয়া চিঠি দেয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, ’বলা হয়ে থাকে সুন্দরবন নিয়ে আমাদের কি স্বার্থ আছে? আমি এব্যপারে বলতে চাই আমাদের একটাই স্বার্থ যে সুন্দরবন আমাদের নানান ধরণের প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাকে সাহায্য করে থাকে তাকে রক্ষার করতে হবে। রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্পসহ নানান ধরণের পরিবেশ বিধবংসী প্রকল্প থেকে সুন্দরবন রক্ষাই আমাদের স্বার্থ। কোনো আবেগের বশবর্তী হয়ে এদাবি করছি না। ”
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।