আজকের স্বদেশ ডেস্ক::
খালি হাতে এলইডি বাল্ব জ্বালিয়ে ৯ বছরের শিশু আবু তাহির চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভারতের কেরালার একটি স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ছে।
বিদ্যুত্ সংযোগ ও বৈদ্যুতিক বর্তনীতে স্থাপন ছাড়াই আবু তাহির শরীরের স্পর্শে জ্বালাতে সক্ষম হয়েছে চার্জযুক্ত এলইডি লাইট। মূলত তার পুরো শরীরই তারের মতো কাজ করছে। বাতিটি তার শরীরে স্পর্শ করা মাত্র বাতির ঋণাত্মক এবং ধনাত্মক প্রান্ত যুক্ত হয়ে জ্বলে উঠছে আলো।
আবু তাহিরের ইলেট্রিশিয়ার বাবা তার ব্যবহার্য জিনিসপত্র বাড়িতে নিয়ে আসতো। একদিন একটি এলইডি লাইট নিয়ে খেলার সময় হঠাত্ করেই তা জ্বলে ওঠে। বিষয়টি দেখে খুবই অবাক হয় তার পরিবার। তারপর তার বাবা পরীক্ষা করে দেখতে পান তারের মতোই কাজ করছে ছেলের পুরো শরীর।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply