আজকের স্বদেশ ডেস্ক::
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ডলুরা সুরমা নদীর পাথর কোয়ারীতে পাথর উত্তোলনের সময় চাপা পড়ে দুই মহিলা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ইউনিয়নের নারইনতলা গুচ্ছ গ্রামের তাজুল ইসলামের ন্ত্রী মোছাঃ আলেহা বেগম (৩৫) ও একই গ্রামের মোঃ সাইদ মিয়ার ন্ত্রী রহিমা বেগম (৩০)।
মঙ্গলবার দুপুরে এ হতাহতের ঘটনাটি ঘটে। হতাহতের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় লাশ দুটি কোয়ারি থেকে উদ্ধার করে মডেল থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কোয়ারিতে মহিলা শ্রমিকরা কাজ করার সময় পাশ্ববর্তী পাড় ভেঙ্গে চাপা পড়ে তাদের মৃত্যু হয়।
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।