আজকের স্বদেশ ডেস্ক::
খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। রোববার রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড খুলনায় তালুকদার আব্দুল খালেক এবং গাজীপুরে জাহাঙ্গীর আলমকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। বোর্ডের এ সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
তবে শনিবার (৭ এপ্রিল) পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন পেতে মোট ১৭ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। এর মধ্যে তালুকদার খালেক নেই। তিনি বর্তমানে মোংলা-রামপাল আসনে নির্বাচিত সংসদ সদস্য। অন্যদিকে জাহাঙ্গীর আলম গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আজকের স্বদেশ/ফখরুল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।