এম এ মোতালিব ভুঁইয়া :
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অফিস প্রাঙ্গণে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচী ভার্ডের দীর্ঘ স্থায়ী কীটনাশক যুক্ত মশারী বিতরণ করা হয়েছে।
মশার কামরে ম্যালেরিয়ার হাত থেকে বাঁচার জন্য আজ শনিবার (৭এপ্রিল) ঝুমগাও গ্রামের ৩৮৭পরিবারের মাঝে ৫৯৬ কীটনাশক যুক্ত মশারী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন,বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাষ্টার, ইউপি সদস্য খোরশেদ আলম,সাবেক মেম্বার মনির মিয়া, ভার্ডের উপজেলা ম্যানাজার জসিম উদ্দিন মজুমদার, প্রজেক্ট এসিসটেন্ট জনাব মনির উদ্দিন, স্বাস্থ্যকর্মী তাসলিম বেগম প্রমূখ।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply