মোঃ আবুল কালাম জাকারিয়া:
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলাধিন ভীমখালী ইউনিয়নের মৌলীনগর গ্রামে গত নির্বাচনের সময় মু.রশিদ আহমদ বলেছিলেন মৌলীনগরবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন একটি রাস্তার আমি তা পূরণ করব ইনশাআল্লাহ। সত্যিই আজ তা পূরণ হতেছে দেখে বড় আনন্দ লাগতাছে।
কারণ এগ্রামের লোকদের দ্বারাই পুরো জামালগঞ্জে শিক্ষার প্রচার-প্রসার গটেছে বলে আমি মনে করি,উল্লেখ যোগ্য মুহাম্মদ আব্দুর রশিদ তালুকদারের কথা। কিন্তু আজ আমাদের ছেলে/মেয়েরা মাদরাসা,স্কুল,কলেজে একটি রাস্তার অভাবে আসা জাওয়া করতে পারেনা।
এগ্রামের সচিব থাকা সত্ত্বেও আমরা রাস্তা পাইনি। সত্যিই ভাইস চেয়ারম্যান মৌলীনগরবাসীর জন্য আজ যা করতেছেন ইতিহাসের পাতায় তা রেকর্ড হয়ে থাকবে। উপরোক্ত কথাগুলো বলেন উক্ত গ্রামের প্রবীণ মুরব্বি মোঃ আব্দুল আহাদ ও আবুল কালাম অরফে মোয়াজ্জিন। দীর্ঘদিন পত্র-পত্রিকায় উক্ত রাস্তাটির কথা লেখা লেখি হলেও কেউ নজর দেননি।
আজ মৌলীনগর মসজিদ থেকে রাস্তাটির কাজ শুরু হওয়ায় অত্র এলাকবাসী ভাইস চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। কারণ এরাস্তাটি হলে ভীমখালী থেকে উপজেলা সদরে দেড় ঘন্টার পরিবর্তে ৪০মিনিটে পৌঁছা সম্ভব। ভাইস চেয়ারম্যান বলেন রাস্তার তুলনায় বরাদ্দের টাকা কম,কিন্তু আমি এরাস্তাটা করে দেয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি।
জনগণের প্রশ্ন রাস্তার কাজতো চলছে আনোয়ারা ব্রিজ হবে কবে? যে ব্রিজটি হলে ভীমখালীবাসীর স্বপ্ন পূরণ হবে। ডিজিটাল সরকারের আমলেই তারা এই রাস্তা ও ব্রিজ চায়।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply