আজকের স্বদেশ ডেস্ক::
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এনজিওগ্রাম হয়েছে আজ মঙ্গলবার সকালে।
চিকিৎসা জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত। হার্টে কোনো ব্লক ধরা পড়েনি।
বুকে ব্যথা নিয়ে বিএনপি মহাসচিব সোমবার সকালে হাসপাতালে ভর্তি হন। এরপর সব ধরনের পরীক্ষা করানো হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির জানান, আজ সকাল সাড়ে ৯টায় মহাসচিবের এনজিওগ্রাম সফল হয়েছে। তিনি সুস্থ আছেন।
অসুস্থ ফখরুলের পাশে কাদের সিদ্দিকী
চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়েছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। সোমবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুলকে দেখতে তিনি সেখানে যান। বঙ্গবীর তার শারিরীক অবস্থা চিকিৎসার ব্যাপারে খোঁজ নেন। কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী খবরটি নিশ্চিত করেছেন।
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।