আজকের স্বদেশ ডেস্ক::
রাজধানীর হাজারীবাগ ঝাউচড় বালুরমাঠ এলাকায় আকলিমা খাতুন (২৫) নামের এক গৃহবধূ দুর্বৃত্তের ছোড়া এসিডে ঝলসে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। আহত আকলিমাকে উদ্বার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে আকলিমার স্বামী জোবায়ের হোসেন জানান, আকলিমা সকাল ৭টায় বাসা থেকে মেয়ে আদিবাকে নিয়ে শাহজাহান মার্কেটের পাশ দিয়ে হেটে স্কুলে যাচ্ছিলেন। ২০০ গজ যাওয়ার পর হঠাৎ এক কিশোর তার স্ত্রীকে লক্ষ্য করে এসিড মেরে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ওই কিশোরকে ধরার আগেই পালিয়ে যায়। তার ধারনা, সুমি নামের তাদের দূর সম্পর্কের এক আত্মীয়ার সাথে পূর্ব শত্রুতা রয়েছে। এখন সুমি তার লোক দিয়ে এঘটনাটি ঘটিয়েছে বলে জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিটের আবাসিক সার্জন ডা: পার্থ শংকর পাল বলেন, আকলিমার ডান চোখ, গলা, ঘাড়সহ একাধিক স্থান ঝলসে গেছে। তার শরীরের পাঁচ শতাংশ বার্ন হয়েছে। তাকে চক্ষু বিভাগে পাঠানো হবে বলে জানান তিনি।
সোমবার রাতে হাজারীবাগ থানার ওসি ইকরাম আলী মিয়া নয়া দিগন্তকে বলেন, ঘটনার পর পরই আমরা সুমিকে হেফাজতে নিয়েছি। যেহেতু মামলা রেকর্ড হয়নি তাই সুমিকে গ্রেফতার করার কথা বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে জানতে পেরেছি, সুমির বাসার ৫০ গজ দুরেই অল্প বয়সী একটি ছেলে আকলিমাকে এডিস মেরে পালিয়ে যায়। তবে তার সন্তানের গায়ে এডিস লাগেনি। আমরা এখন ওই কিশোরকে খুঁজছি।
ঘটনার কারণ প্রসঙ্গে ওসি বলেন, সুমির স্বামী দেলোয়ারের সাথে আকলিমার পূর্বের একটি সর্ম্পক ছিলো। বিয়ের পর তারা একই এলাকায় থাকার কারণে তাদের মধ্যে এখনও দেখা সাক্ষাত হয়। এটিও এডিস নিক্ষেপের একটি কারণ হতে পারে বলে তিনি ধারনা করছেন।
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।