আজকের স্বদেশ ডেস্ক::
খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী ১৭তম খুলনা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। গত শনিবার রাত ৮টায় নগরীর সার্কিট হাউস ময়দানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি এ মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আবদুল খালেক এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান মিজান এমপি, পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির ও জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। সভাপতিত্ব করেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক। উপস্থিত ছিলেন কেডিএর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আহমেদুল কবীর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার, খুলনা শিপইয়ার্ড লিমিটিডের জেনারেল ম্যানেজার ক্যাপ্টেন এম তারেক, এলিন ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. ইমরুল হাসান প্রমুখ।
মেসার্স এলিন ট্রেডার্সের সার্বিক ব্যবস্থাপনায় মাসব্যাপী এ মেলায় ২০টি প্যাভিলিয়ান ও মিনি প্যাভিলিয়ানসহ ২২০টি স্টল অংশ নিচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
আজকের স্বদেশ/জুয়েল
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।