বিশেষ প্রতিনিধি::
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সুনামগঞ্জ-৩ আসনের সম্মানিত নাগরিকবৃন্দ ও দেশবাসীর প্রতি সুনামগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা এডভোকেট ইয়াসীন খান।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জগন্নাথপুর-শান্তিগঞ্জের জনসাধানের প্রতি শুভেচ্ছা জানিয়ে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আল্লাহর আদেশ পালনে হযরত ইবরাহীম(আ) ত্যাগের অনন্য নজির থেকে শিক্ষা নিয়ে আমরা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে সর্বোচ্চ ত্যাগ করাই পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা। তাই আসুন সকল প্রকার শয়তানী ধোঁকা থেকে মুক্ত হয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করি।”
তিনি আরো বলেন, ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত দিন। আল্লাহর নির্দেশ পালনের জন্য হযরত ইব্রাহিম (আ.) যেভাবে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন, তা এক নিদর্শনীয় আত্মত্যাগের আদর্শ। মুসলিম উম্মাহ সেই ঐতিহাসিক ঘটনার অনুসরণেই আজও এই দিনটি কুরবানির মাধ্যমে পালন করে থাকে।
ইয়াসীন খান বলেন, ঈদুল আযহার মূল শিক্ষা হলো—আল্লাহর প্রতি নিখাদ আনুগত্য, ত্যাগের মনোভাব, আত্মসংযম ও আত্মশুদ্ধির চর্চা। কুরবানির পশুর গোশত বা রক্ত নয়, আল্লাহর কাছে পৌঁছে কেবল মানুষের তাকওয়া বা আল্লাহভীতি—এ কথাটি কোরআনের সুরা হজ্জের ৩৭ নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, ঈদুল আযহার এই ত্যাগ ও তাকওয়ার শিক্ষাকে হৃদয়ে ধারণ করে ব্যক্তিগত ও জাতীয় জীবনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠায় সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল প্রকার অন্যায়-অনাচার, হিংসা-বিদ্বেষ, জুলুম-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রামে ঈদের শিক্ষাকে কাজে লাগাতে হবে।
ইয়াসীন খান বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের মাধ্যমে দেশের স্বৈরাচারী ও ফ্যাসীবাদী শক্তির পতন ঘটলেও এখনো পূর্ণ বিজয় আসেনি। বরং পরাজিত শক্তির উত্তরসূরিরা নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নস্যাৎ করতে চায়। দ্রব্যমূল্য ও অর্থনৈতিক পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো তা জনগণের জন্য স্বস্তিদায়ক নয়। অতীতে অপরাধ করে পার পেয়ে যাওয়া ও সুশাসনের অভাবের কারণেই আজ এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে যেন জনগণের মনে স্বস্তি ফিরে আসে।
তিনি দাবি করেন, জুলাই মাসে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। বিদ্যমান কাঠামোয় কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে না। তাই ন্যায়ভিত্তিক নির্বাচন নিশ্চিত করতে হবে উপযুক্ত সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করেই।
এসব অন্যায়ের অবসান ও জাতির স্বাভাবিক গতিপথে ফিরে আসার জন্য রাষ্ট্রের কাঠামোতে ব্যাপক সংস্কার প্রয়োজন।
বিবৃতির শেষে তিনি বলেন, উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশন কর্তৃক জামায়াতে ইসলামীর দলীয় নিবন্ধন এবং প্রতীক ‘দাঁড়িপাল্লা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।
এসময় তিনি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী, বিশেষ করে সুনামগঞ্জের জগন্নাথপুর-শান্তিগঞ্জ বাসীর প্রতি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান। ঈদ মোবারক!
Leave a Reply