কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
সিলেটের কোম্পানীগঞ্জে ১১১০টি ভারতীয় শাড়ি ও ১৪৪টি লেহেঙ্গাসহ ২ জনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ভোরে কোম্পানীগঞ্জ থানার এসআই শরীফুল ইসলাম ও এসআই সুরঞ্জিত তালুকদারের নেতৃত্বে উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের কাঁঠালবাড়ী গ্রামে রিয়াজ মিয়ার বাড়িতে অভিযানে চালিয়ে ২৩ বস্তা ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করে পুলিশ । পরে আটক রিয়াজ মিয়ার তথ্যের ভিত্তিতে অপর সহযোগীকে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন ইসমাইল মিয়া (২৮), সে উপজেলার কাঁঠালবাড়ী গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিল্লোল রায় জানান,আটকদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়, যাহার নং-০৯। তিনি বলেন জিজ্ঞাসাবাদে আটককৃতরা ভারতীয় ১১১০টি শাড়ি এবং ১৪৪টি লেহেঙ্গা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হইতে বিক্রয়ের উদ্দেশ্যে বাংলাদেশে এনে মজুদ করে রেখেছিলো বলে স্বীকার করে।
Leave a Reply