1. abubakarpressjp@gmail.com : Md Abu bakar : Md Abubakar bakar
  2. sharuarpress@gmail.com : admin520 : Md Gulam sharuar
  3. : alamin328 :
  4. jewela471@gmail.com : Jewel Ahmed : Jewel Ahmed
  5. ajkershodesh@gmail.com : Mdg sharuar : Mdg sharuar
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধী দিবস পালন শেরপুরে ইয়াবাসহ আটক ২ যাদুকাটায় দানব ড্রেজার কেড়ে নিল দুই শ্রমিকের প্রাণ নবগঠিত কানাইঘাট ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের কৃতজ্ঞতা প্রকাশ ভোলাগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে স্বরণসভায় বক্তারা- সকলের আস্থাভাজন ছিলেন মরহুম আব্দুল বাছির চেয়ারম্যান রেডক্রিসেন্টের আর্ন্তজাতিক কর্মশালায় যোগ দিতে কাজাখস্তান গেলেন মস্তাক আহমদ পলাশ কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুন নুরের ইন্তেকাল কানাইঘাটে ন্যাশনাল লাইফের মরনোত্তর চেক হস্তান্তর জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না সকাল ৮টা থেকে সন্ধা ৫টা পর্যন্ত সুনামগঞ্জ উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ‍্যোগে মাসব‍্যাপী মেলার উদ্বোধন

চোরের উপদ্রবে অতিষ্ঠ বানিয়াচংয়ের সন্দলপুর গ্রামবাসী ১ মাসে ৩৩টি ঘরবাড়ীতে দু:সাহসিক চুরি৷ আতঙ্কে এলাকাবাসী

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১৯ বার নিউজটি শেয়ার হয়েছে

স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের সন্দলপুর গ্রামে চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। প্রতি রাতে কোথাও না কোথাও ঘটছে দু:সাহসিক চুরির ঘটনা, গ্রামের বিভিন্ন ঘরবাড়ীতে৷ গ্রামবাসী জানান গত ১ মাসে অন্তত ৩৩টি চুরির ঘটনা ঘটেছে ওই গ্রামে ৷ তাই প্রতিনিয়ত চুরির আতঙ্ক বিরাজ করছে গ্রাম তথা এলাকাবাসীর মধ্যে। চোরেরা, বাড়ির দরজা-জানালা ভেঙে ও অতি সুকৌশলে ঘরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার, টাকা, টিভি, দামী মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল চুরি করেছে৷ পাশাপাশি বিভিন্ন বাড়ি থেকে সৌর বিদ্যুৎ চালিত সোলার ব্যাটারী ও ফিশারী থেকে থেকে মাছ চুরি করছে৷ বাদ পড়ছেনা অসহায় প্রতিবন্ধীদের ঘরবাড়ী৷
কিন্তু এতসব ঘটনার পরেও বেশি সংখ্যক ভুক্তভোগীরা হয়রানি ও প্রাণের ভয়ে থানায় জিডি বা কোনো অভিযোগ দায়ের করেননি। এতে আরো বৃদ্ধি পাচ্ছে চুরির ঘটনা৷ স্থানীয় ইউপি সদস্য এনামুল হক ও বীরমুক্তিযোদ্ধার সন্তান মো: আব্দুল্লা মিয়া বলেন, তাদের এলাকার ওই গ্রামে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে,এতে অনেক পরিবার নি:স্ব হয়ে যাচ্ছে৷
থানার বা আদালতে হযরানীর শিকার সাধারণ মানুষ তেমন অভিযোগ করছেননা, ফলে একের পর এক ঘটছে অহরহ চুরির ঘটনা৷
ওই গ্রামের বর্গাচাষী কৃষক এবাদুর রহমান বলেন, তার বাড়ীতে গত ১৮ সেপ্টেম্বর
গভীর রাতে ঘরের পেছনের দরজার টিন কেটে অজ্ঞাত চোরেরা ঘরে প্রবেশ করে তার ৪ মাস বয়সী প্রতিবন্ধী অসুস্থ শিশুটির চিকিৎসার জন্য রাখা ৩৫ হাজার টাকা, মোবাইল ফোন সহ দামী মালামাল নিয়ে যায় ,একই রাতে তার পাশ্ববর্তী আরেক প্রতিবন্ধী সিরাজুল ইসলামের ঘরটিও চুরি হয়৷ এভাবে আরেক প্রতিবন্ধী রাফিয়া বেগম বলেন কিছুদিন পূর্বে তার বাড়ীতেও হানা দেয় চোরের দল সৌরবিদ্যুত ব্যাটারি মোবাইল নিয়ে যায়৷ অপরদিকে কৃষক কাজল মিয়া বলেন, গত ৯ সেপ্টেম্বর গভীর রাতে ঘরের জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে ধান বিক্রির ৮০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকার সহ ২ লক্ষ ১০ হাজার টাকার মালামাল নিয়ে যায,এঘটনায় তিনি হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন৷ কৃষক ইব্রাহিম মিয়া বলেন, একদল চোরের হুমকিতে তিনি নির্বাহী হাকিম -আদালত হবিগঞ্জে ১০৭/১১৪/ ১০৭ ( সি) ধারায় মামলা দায়ের করেছেন, মো: ফয়জুল মিয়া বলেন,তিনি নিজেও চোর কর্তৃক হয়রানীর শিকার হয়ে বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন,মাসুম মিয়া নামের আরেক যুবক বলেন তাদের গ্রামে চোরের এমন উপদ্রব দেখা দিয়েছে, গত ১ মাসে প্রায় ৩৩টি চুরির ঘটনা ঘটেছে এমনকি তার বাড়ী থেকে গত ২৬ আগষ্ট রাতে চুরির ঘটনা ঘটে, এতে তার দামী একটি মোবাইল ফোন চুরি হয়, তবে থানায় গেলে পুলিশ পরামর্শ দেয় হারানো জিডি করার জন্য জিডি নং ১৪২৪/ তারিখ ২৮/০৮/২৩ ইং৷ সন্দলপুর গ্রামের ইব্রাহিম মিয়া তিনি বলেন,তার বাড়ীতে চোরেরা হানা দিয়ে দু:সাহসিক চুরি করে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় একইভাবে আহমদ মিয়া,সাফিক মিয়া,কদ্দুস মিয়া,রতন রায়,গোপাল রায়,বনরায়,সুশীল রায়,আনোয়ার মিয়া, মোস্তফা মিয়া,রেজাউর রহমান,আবু বক্কর, কাজল মিয়া,রাজু মিয়ার বাড়ী সহ ৩৩টি বাড়িতে ঘটেছে দু:সাহসিক চুরির ঘটনা৷ চোরেরা এলাকায় বীরদর্পে চলাচল করলেও সাধারণ মানুষ প্রাণের ভয়ে তাদের বিরুদ্ধে তেমন কোনো আইনী ব্যবস্থা নিতে পারছেন না৷ এ বিষয়ে বানিয়াচং থানার ওসি ( তদন্ত) আবু হানিফের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমরা শুনেছি, এবং সাথে সাথেই অভিযান চালিয়ে ৫জনকে গ্রেফতার করেছি, অপর চোরদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে৷ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ সবসময় মাঠে কাজ করছে৷
তবে সচেতন মহলের দাবী সন্দলপুর গ্রামে প্রতিনিয়ত যেভাবে ঘটছে চুরির ঘটনা, এতে আইনশৃংখলার আরো অবনতি ঘটবে এই এলাকায়৷ এব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন অনেকেই ৷

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ দেখুন
© All rights reserved © 2022 আজকের স্বদেশ
Design and developed By: Syl Service BD