কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাজনগর নতুন বাজারে বন্ধু মহল রক্তদান সোসাইটির ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পরে রাজনগর নতুন বাজারে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন বন্ধু মহল রক্তদান সোসাইটি সিলেট এর উপদেষ্টা বদিউজ্জামান মুরাদ, কাজল মিয়া,ওয়াসিম আকরাম,ব্লাড নির্ণয়ের ফলাফল দিয়েছেন মুহিবুর রহমান সুয়েব।
এছাড়াও উপস্থিত ছিলেন বিসমিল্লাহ রক্তদান ফাউন্ডেশনের সকল সেচ্ছাসেবীরা,এবং বন্ধু মহল ব্লাড ফাইটার্স শান্তিগঞ্জের সেচ্ছাসেবি ফয়সল রানা। সহযোগিতা করেন বন্ধু মহল রক্তদান সোসাইটি সিলেটের শুভাকাঙ্ক্ষী জুবায়ের হোসেন,উপস্থিত ছিলেন বন্ধু মহল রক্তদান সোসাইটি সিলেট এর সভাপতি রুমান আহমেদ এবং সকল দায়িত্বশীল সেচ্ছাসেবীবৃন্দ।
Leave a Reply