বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমানের ভারতীয় চিনির একটি গাড়ী সহ তিন জন চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার সুনামগঞ্জ কোর্টে আটককৃত আসামীদের প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে জগন্নাথপুর সার্কেল এর এএসপি সুভাশীষ ধর ও থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানের নেতৃত্বে এসআই জিয়া উদ্দিন, এএসআই মো. নূরে আলম সিদ্দিক সহ একদল পুলিশ পৌর সদরের ডরের পার নামক স্থানে নিমাই এর ভূষি মালের গুডাউনের সামনের রাস্তা থেকে ২টি টাটা পিক-আপ গাড়ী ভর্তি ৬৫ বস্তা ভারতীয় চিনি, যার অনুুমান মূল্য অনুমান তিল লক্ষ নব্বই হাজার সহ ছাতক থানা পৌরসভার ৪নং ওয়ার্ডের বাজনা মহল গ্রামের মৃত আব্দুল মুকিতের ছেলে মো. জাহিদ হাসান (২৩), ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের গোপাল দেবনাথের ছেলে প্রদীপ দেবনাথ (২৫), জগন্নাথপুর থানা রানীগঞ্জ ইউনিয়নের কামড়াখাই গ্রামের মৃত নিবারন দাশের নির্দন দাশ (৪০) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে আটককৃত ভারতীয় তৈরী চিনি তাহাদের হেফাজতে রাখার বৈধ কোন কাগজপত্র আছে কিনা জিজ্ঞাসাবাদ করিলে তাহারা কোন বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীরা জানায় জব্দকৃত ভারতীয় চিনি অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে বিক্রয়ের জন্য নিয়ে আসে। এ বিষয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা রুজি করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সার্কেল এর এএসপি সুভাশীষ ধর জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমানের ভারতীয় চিনির একটি গাড়ী সহ তিন জন চোরাকারবারিকে আটক করেছে আমাদের থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের শুক্রবার সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply