ঝুনু চৌধুরী, অতিথি প্রতিবেদক, সুনামগঞ্জ::
সুনামগঞ্জ সদর হাসপাতালের স্টোর কিপার সুলেমান আহমেদ সহ ৭ জনের বিরুদ্ধে জেলা স্পেশাল জজ আদালতে মামলা করেছেন পৌর এলাকার বাঁধনপাড়ার বাসিন্দা মো. সাজিদুর রহমান। বৃহস্পতিবার অভিযোগ দায়ের করলে আদালত তা আমলে নিয়ে অভিযোগটি তদন্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনে প্রেরণ করার আদেশ দেন।
মামলায় অন্যান্য আসামীরা হলেন, হাসপাতালের হিসাব রক্ষক মো. মোহাম্মদ ছমিরুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের প্রাক্তন প্রধান সহকারী বিবেকানন্দ গোস্বামী, অবসরপ্রাপ্ত বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ শরিফুল হাসান, সিনিয়র স্টাফ নার্স (ব্রাদার) মোস্তাফিজুর রহমান ও রফিকুল ইসলাম।
মামলায় উল্লেখ করা হয়, সুলেমান আহমেদ পৌর শহরের মল্লিকপুরের বাসিন্দা হলেও ছাতকের ১২ নম্বর ছৈলা আফজালালাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামের বাসিন্দা ঠিকানা ব্যবহার করে ২০০৪ সালে স্বাস্থ্য সহকারী পদে যোগদান করেন। প্রতারনার মাধ্যমে জাল নাগরিকত্ব সার্টিফিকেট ও ভোটার তালিকায় মিথ্যাভাবে নাম ঠিকানা উঠিয়ে অসৎ উপায় অবলম্বন করে চাকরী গ্রহণের অপরাধের সাথে জড়িত তিনি। মামলায় উল্লেখ করেন, আসামী সোলেমান বিপুল পরিমান অর্থ বিনিয়োগ করে ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি স্টোর কিপার পদে যোগদান করে সুনামগঞ্জ সদর হাসপাতালে গড়ে তোলেন দুনীর্তির সামরাজ্য। সোলেয়মান সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে পুরো হাসপাতাল। হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আনিছুর রহমানসহ সকল কর্মকর্তা-কর্মচারী এই সিন্ডিকেটের কাছে জিম্মি। ক্ষমতার অপব্যবহার করে রাতারাতি বিপুল অর্থ সম্পদের মালিক হয়ে যান সোলেমান এবং তার সাথীরা।
অভিযোগে আরো উল্লেখ করা হয় যে, সরকারী হাসপাতালের স্টোর থেকে ঔষধ চুরি, নিয়োগ বাণিজ্য,অবৈধ অর্থ আত্মসাৎ,অবৈধ ক্ষমতা প্রয়োগ এবং অবৈধ অপরাধ সংঘটন করে চাকরীর সুবাদে ২০২৩ সাল পর্যন্ত ৩৮ লক্ষ ৯২ হাজার ৮শত ৬৩ টাকা অন্যায়ভাবে লাভ করেছেন তিনি।
এ সকল অপরাধ বিষয়ে বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশদানের আবেদন করেন নালিসকারী সুনামগঞ্জ পৌর শহরের বাঁধনপাড়া এলাকার মো. সাজিদুর রহমান। এই নালিসের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত এ আদেশ দেন। বাদীর পক্ষে আদালতে মামলা দায়ের করেন অ্যাড. শহীদুজ্জামান চৌধুরী, অ্যাড. নিরঞ্জন তালুকদার ও অ্যাড. সাজ্জাদুর রহমান।
দুদক এর পি.পি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু জানিয়েছেন, আদালত অভিযোগটি গ্রহণ করে দুদকের কাছে তদন্তের জন্য পাঠিয়েছেন।
Leave a Reply