শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
শান্তিগঞ্জে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)-৩য় পর্যায় (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের সম্বনিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাসের পরিচালনায় ও সুনামগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহনুর আলমের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কোর্সের শুভ
উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্নকর্তা আনোয়ার উজ জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রেডিট এন্ড মার্কেটিং কর্মকর্তা হাফিজুর রহমান,সহকারী কম্পিউটার ইঞ্জনিয়ার আকাশ তালুকদার,উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী মোজাম্মেল হক,মারুফ হোসেন, উপজেলার বিভিন্ন ইউনিয় থেকে আগত বায়োগ্যাস কোর্সে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের ২০ জন প্রশিক্ষণার্থীসহ আরও অনেকে।
Leave a Reply