শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে ৪ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। এসময় নগদ টাকাসহ জুয়াখেলার সামগ্রী বিভিন্ন উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরগাপাশা ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার ও আবু বক্কর বাকী। সঙ্গীয় ফোর্সদের নিয়ে এ অভিযান করেন তারা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে খবর পেয়ে আনোয়ারপুর গ্রামের আজাদ মিয়ার বসত ঘর থেকে জুয়া খেলার সামগ্রীসহ নগদ নগদ ৯০,৩০০/- টাকা উদ্ধার করেন। এ সময় তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় জগন্নাথপুর থানা এলাকার ইসহাকপুর গ্রামের মৃত তাজ উল্লাহ’র ছেলে মো. আরজু মিয়া (৫২), মো. ছালিক মিয়া (৫৪), একই থানার আহমাদাবাদ গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে মো. মাহমদ আলী (৪৩) ও নবীগঞ্জ থানা এলাকার বুড়নপুর গ্রামের মৃত মুতাহির মিয়ার ছেলে মুজিবুর রহমান (৩৯)কে আটক করে পুলিশ।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, জুয়া খেলার সময় ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে এবং সোমবার দুপুরে তাদেরকে আদালতে চালান দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।