কানাইঘাট প্রতিনিধি ঃ
কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোটারিয়ান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের ২০২৩-২৪ রোটারী বর্ষের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
গত ২ ডিসেম্বর (শুক্রবার) মনোনয়ন বোর্ডে রোটারিয়ান আফসার উদ্দিন আহমেদ চৌধুরীকে ক্লাব প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয় এবং ৩ ডিসেম্বর সাধারণ সভায় তাকে চূড়ান্ত মনোনীত করা হয়।
প্রসজ্ঞত যে, বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী ২০১২ সালে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালে যোগদান করেন। যোগদান করার পর ক্লাবের ডিস্ট্রিক্ট ৩২৮২ এর বিভিন্ন পদে দক্ষতা সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রোটারী ইন্টারন্যাশনাল ইভেন্টে যোগ দিতে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভারত সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণ করেন। তিনি ২০২০-২১ রোটারী বর্ষে সেক্রেটারী’র দায়িত্ব সফলতার সাথে পালন করে রোটারী অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়ান।
রোটারিয়ান আফসার উদ্দিন আহমেদ চৌধুরী কানাইঘাট সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী ছোটদেশ গ্রামের এক সভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৮০ সালে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন শেষে তিনি সিলেট ওসমানী নগর উপজেলার দয়ামীর ডিগ্রি কলেজের হিসাব-বিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন রোটারিয়ান আফসর উদ্দিন আহমেদ চৌধুরী। এছাড়াও তিনি কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
ছোটবেলা থেকে তিনি আর্থমানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। আফসর চৌধুরী তাকে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের ২০২৩-২৪ রোটারী বর্ষের প্রেসিডেন্ট নির্বাচিত করায় মনোনয়ন বোর্ডের প্রতি কৃতিজ্ঞতা প্রকাশ করে নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে ক্লাবের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবেন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply