শেখ সাহেদ মিয়া, মৌলভীবাজার প্রতিনিধি::
গীতিকার ঐক্য পরিষদের সিলেট বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। রাসেল আহমেদ সাগরকে সভাপতি, সৈদুল হককে সাধারণ সম্পাদক ও হামীম তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
গত ৬ অক্টোবর গীতিকার ঐক্য পরিষদ সিলেট বিভাগের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে গীতিকার ঐক্য পরিষদ সিলেট বিভাগের কার্যকারী কমিটি ঘোষণা করা হয়। গীতিকার রাসেল আহমেদ সাগর কে সভাপতি, গীতিকার সৈদুল হক কে সাধারণ সম্পাদক, ও হামীম তালুকদার কে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন।
শা-তে শাহীন-সহ সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন- সহ সভাপতি কামাল হোসেন -সহ সভাপতি আলাউদ্দিন হোসেন শাহ -সহ সভাপতি আফতাব উদ্দিন- সহসভাপতি রিপন দেব - সহ সাধারণ সম্পাদক প্রবাসী শামীম - সহ সাধারণ সম্পাদক গীতিময় চৌধুরী বকুল -সহ সাধারণ সম্পাদক প্রবাসী লোকমান-সহ সাধারণ সম্পাদক শামীম ছিদ্দিকী - সহ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সানি-সহ সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ দপ্তর সম্পাদক সৈয়দ কামাল - সহ দপ্তর সম্পাদক রাসেল আহমেদ - অর্থ সম্পাদক শাহীন সরকার-সহ অর্থ সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক - ওয়াহিদ দেওয়ান, সহ সাংস্কৃতিক সম্পাদক - অনুপ সুএধর সিনিয়র সদস্য- কৃপেশ সুএধর শেকুল আহমেদ, শাহ নয়ন সরকার, কাওছার আলম,আলমগীর হোসেন শান্ত, প্রমুখ
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।