শেখ সাহেদ মিয়া, মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা থেকে ২ জন মাদক ব্যবসায়ী আটক। মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে বড়লেখা থানা পুলিশ গত ০৪-০৩-২০২১খ্রি. তারিখ বিশেষ অভিযান পরিচালনা করে
বড়লেখা থানাধীন ৮নং দক্ষিণ ভাগ উত্তর ইউনিয়েনের চুকারপুঞ্জি টু তেরাকুরি গ্রামের পাকা রাস্তার মাধবগুল গ্রামের কমাচা রাস্তার মাথায় পাকা সড়কের উপর হইতে মোঃ কামাল হোসেন (৩৫), পিতা-মৃত আফথাব আলী, মাতা-মৃত হানিফা বেগম, সাং-বড় ময়দান, মোঃ সাহেদ আহমদ(২৫), পিতা-মোঃ ইনাম উদ্দিন, মাতা-রইবুন নেছা, সাং-ভাড্ডা, উভয় থানা-বড়লেখা জেলা-মৌলভীবাজারদ্বয়কে ১১৬ (একশত ষোল) বোতল ফেন্সিডিলসহ আটক করে।
আজকের স্বদেশ/তালুকদার