বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে গলায় গামছা পেঁচিয়ে ৫ম শ্রেণীর এক ছাত্রীর আত্মহত্যার চেষ্টার খবর পাওয়া গেছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) পৌর এলাকার শেরপুরে এ ঘটনাটি ঘটেছে ।
স্থানীয় ও পরিবারের লোকজন জানান, পৌরসভার শেরপুরের সজল বৈদ্যের শিশুকন্যা ঐশী রানী বৈদ্য (১২) সকাল সাড়ে ৯টায় দিকে পরিবারের লোকজনের অগোচরে ঘরের একটি কক্ষে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্ঠা চালায়। ওই শিশুকন্যা মানসিক প্রতিবন্ধি বলে পরিবারের লোকজন জানিয়েছেন। সে স্থানীয় আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা, সুপ্রিয়া রানী রায় বলেন, ‘অচেতন অবস্থায় হাসপাতালে শিশুটিকে নিয়ে আসা পরিবারের লোকজন জানান, শিশুটি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। আমরা তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানিতে প্রেরণ করেছি।
আজকের স্বদেশ/তালুকদার