জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফয়েজ আহমদ (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
সে জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (পশ্চিম পাড়া) এলাকার মৃত তঞ্জব আলী’র ছেলে।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই অনিক দেব, এএসআই মো. মুক্তার হোসেন, এএসআই শফিকুল ইসলাম সহ একদল পুলিশ সিলেটের কোতোয়ালী থানার শামীমাবাদ এলাকা থেকে, ২০০৩ সালে বিশ্বনাথ থানায় দায়ের করা অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফয়েজ আহমদ (৪০) কে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার এএসআই মো. মুক্তার হোসেন জানান, আসামীকে বুধবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আজকের স্বদেশ/জে.এম