শেখ সাহেদ মিয়া, মৌলভীবাজার প্রতিনিধি::
গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে ২০২১ সালের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। ১৭ জানুয়ারি(রবিবার) সকাল ১১ ঘটিকায় গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়।
মৌলভীবাজার সদর উপজেলার আওতাধীন ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। পাঠ্যপুস্তক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী আবু মিয়া চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান,
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা জাহির মিয়া, হেলাল উদ্দিন, শিক্ষিকা ফেরদৌসী আক্তার, শহিদুল ইসলাম খোকন, প্রদীপ কুমার সরকার,শিক্ষিকা শেফালী বেগম, আবুল হুসেন সাজু, আব্দুল মালিক, সূর্যমণি বিশ্বাস প্রমুখ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম চৌধুরী ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বর্তমান অবস্থার কথা বিবেচনা করে এই করোনা মহামারীতে শিক্ষার্থীরা বাড়িতে কিভাবে তাদের পড়াশোনা চালিয়ে যাবে সে সম্পর্কে বক্তব্য প্রদান করেন।
পরে বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন শ্রেণির বই বিতরণ করার মধ্য দিয়ে কার্যক্রম শেষ করা হয়।
আজকের স্বদেশ/তালুকদার