সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে পৌর নির্বাচন সম্পন্ন হয়েছে। পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাদের বখত বিশাল ভোটের ব্যবধানে ২য় বারের মত বিজয়ী হয়েছেন। তিনি ২১ হাজার ৬৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোর্শেদ আলম ধানের শীষ প্রতীক নিয়ে ৫ হাজার ৮৭০ ভোট পেয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রহমত উল্লা হাত পাকা মার্কায় পেয়েছেন ২৩১৪ ভোট। শনিবার রাতে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা শরীফুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। পৌরসভা নির্বাচনে মোট তিন জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ পৌরসভায় ভোটার রয়েছেন ৪৭ হাজার ১৫ জন কেন্দ্র রয়েছে ২৩ টি। এই পর্যন্ত সাধারণ কাউন্সিলর পদে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, ১নং-ওয়ার্ডে আবুল হাসনাত মোহাম্মদ কাউছার , ২নং- ইয়াসিন নুর, ৩নং-মোশারফ হোসেন ৪নং- চঞ্চল কুমার লৌহ, ৫নং- গোলাম সাবেরীন সাবু,
৬নং- আবাবিল নুর, ৭নং- আহসান জামিল আনাছ, ৯নং- গোলাম আহমদ, ৮নং ওয়ার্ডে আহমেদ নুর । জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার জানান, পৌরসভায় সুষ্ঠু ভাবে সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপুর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।
আজকের স্বদেশ/তালুকদার