কানাইঘাট প্রতিনিধিঃ
আগামী ১৪ ফেব্রুয়ারি কানাইঘাট পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ইতি মধ্যে ২ স্বতন্ত্র মেয়র প্রার্থী সহ ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ২০ এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৬জন প্রার্থী মনোনয়ন পত্র উপজেলা সহকারী রিটার্নিং অফিসার বরাবরে দাখিল করেছেন।
মেয়র পদে যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সুহেল আমিন, কুয়েত প্রবাসী স্বতন্ত্র মেয়র প্রার্থী কাওছার আহমদ। ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন ১নং ওয়ার্ডেল বর্তমান কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ২নং ওয়ার্ডে মোঃ জাকারিয়া, আব্দুল হান্নান, আব্দুল মজিদ, ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিলাল আহমদ, ৪নং ওয়ার্ডে তাজুল ইসলাম, মোঃ ফরিদ আহমদ, হারুন আহমদ,
জসিম উদ্দিন, হাবিব আহমদ, ৫নং ওয়ার্ডে আজমল হোসেন, ইফতেকার আলম, মাসুম আহমদ, কামরুল হাসান, ৬নং ওয়ার্ডে কাওছার দেওয়ান, আবুল হোসেন, ৭নং ওয়ার্ডে শামীম আহমদ, ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তাজ উদ্দিন, জাকির হোসেন, মোঃ এনাম। সংরক্ষিত ৩টি ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান মহিলা কাউন্সিলর আছমা বেগম, আছিয়া বেগম, প্রভাতী রানী দাস, হাসিনা বেগম, ফয়জুন নেছা, মৌসুমী আক্তার।
প্রসঙ্গত যে, কানাইঘাট পৌরসভার নির্বাচনে আগামীকাল রবিবার পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করতে পারবেন। ১৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই এবং ২৬ জানুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারবেন। এর পর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ করা হবে বলে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল হাসনাত জানিয়েছেন।
আজকের স্বদেশ/তালুকদার