শেখ সাহেদ মিয়া, মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে প্রিয়জন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের আয়োজনে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়।১৫ জানুয়ারি (শুক্রবার) বিকাল ৪ ঘটিকার সময় স্থানীয় রয়েল মার্কেটের সামনে প্রিয়জন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের অন্যতম সদস্য শেখ সাহেদ মিয়ার পরিচালনায়, সংগঠনের সাধারণ সম্পাদক শিপু মিয়ার শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের মহিলা সদস্য সৈয়দা জেরিন আক্তার , খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদ রহমান,সাবেক ইউ/পি সদস্য আশরাফ আলী খান,সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম,সাবেক ইউ/পি সদস্য মাসুকুর রহমান, প্রিয়জন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান, কবি বিলাল আহমদ, মাজহারুল ইসলাম রকি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ হাবিবুর রহমান। এসময় সংগঠনের প্রায় অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন। জানা যায় প্রায় ২৫০ টি অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়।
আজকের স্বদেশ/তালুকদার