সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের সদর, ছাতক ও জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন অফিস সুত্রে জানাযায়, সুনামগঞ্জ পৌরসভায় মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
এ পৌরসভায় ভোটার রয়েছেন ৪৭ হাজার ১৫ জন কেন্দ্র রয়েছে ২৩ টি। ছাতক পৌরসভায় মেয়র পদে দুই জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ পৌরসভায় ভোটার রয়েছেন ৩০ হাজার ৮৭ জন কেন্দ্র রয়েছে ১৯ টি। জগন্নাথপুর পৌরসভায় মেয়র পদে পাঁচ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ পৌরসভায় ভোটার রয়েছেন ২৮ হাজার ৬৪২ জন কেন্দ্র রয়েছে ১২ টি।
তিনটি পৌর সভার মধ্যে জগন্নাথপুর পৌরসভায় ইভিএম পদ্বতিতে ভোট গ্রহণ করা হবে। ইতিমধ্যে সকল কেন্দ্রে ভোট গ্রহণের উপকরণ পৌছে দেয়া হয়েছে। নির্বাচনকে অবাধ সুষ্ঠু করার জন্য প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী নিয়োজিত করা হয়েছে। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার জানান, তিনটি পৌরসভায় সুষ্ঠু ভাবে ভোট গ্রহণের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন।
এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে পুলিশ,র্যাব বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্স, ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন।
আজকের স্বদেশ/তালুকদার