কানাইঘাট প্রতিনিধি::
বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে কানাইঘাট পৌরসভার ৫নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী ব্যবসায়ী ইফতেখার আলম মনোনয়ন পত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ২টার দিকে ওয়ার্ডের বিপুল সংখ্যক সমর্থকদের সাথে নিয়ে উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন কাউন্সিলর প্রার্থী ইফতেখার আলম।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, কানাইঘাট বাজার বনিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, প্রবাসী এবাদুর রহমান, বাজার বণিক সমতিরি কোষাধক্ষ্য নজির উদ্দিন প্রধান, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ছয়ফুল আলম, প্রবাসী দুদু মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, যুব ও তরুজ সমাজ।
এক প্রতিক্রিয়ায় ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী উক্ত ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাজার বণিক সমিতির সদস্য ইফতেখার আলম বলেন, ওয়ার্ডের সর্বস্তরের ভোটার তাকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ জানিয়ে আসছিলেন। ওয়ার্ডবাসীর প্রতি সম্মান জানিয়ে জনগনের সেবা করার উদ্দেশ্যে এবং ৫নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে পরিনত করার জন্য নির্বাচনে অংশগ্রহন করছেন। এক্ষেত্রে সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।
আজকের স্বদেশ/তালুকদার