পেয়ার আহাম্মদ চৌধুরীঃ
ফেনীর পরশুরামে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর পক্ষ থেকে পরশুরামের অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে৷
বিএনপির স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে পরশুরাম উপজেলা ও পৌর ওয়ার্ডের বিভিন্ন গরীব,অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্যক্রমের সূচনা করেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। আয়োজিত আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পরশুরাম পৌর বিএনপির আহবায়ক কাজী ইউছুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার মাহবুব, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন সাহাবি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুল রহমান মিজান,
পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আহম্মদ আজম চৌধুরী সিরাজ ,যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মাসুদ, যুগ্ন আহবায়ক নুরুলইসলাম মেম্বার, যুগ্ম আহবায়ক আবদুল মঈন ভুঁইয়া রাজন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আতিকুল রহমান রহমান, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা খোকন সহ পরশুরাম উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরশুরাম পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ জানান, আনুষ্ঠানিক সূচনার প্রথম দিনেই পরশুরাম পৌরসভার বিভিন্ন গরীব, অসহায়, হতদরিদ্র শীতার্তদের মাঝে ৮০টি কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ওয়ার্ডে ৩০০ কম্বল বিতরণ করা হবে বলেও তিনি জানান।
আজকের স্বদেশ/তালুকদার