রুম্মান আহমদ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ৬ষ্ঠ বারের মত কেশবপুর প্রিমিয়ার লীগ (কে.পি.এল) এর ২০২০/২১ মৌসুমের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ.কে’র সার্বিক সহযোগিতায় ৬ষ্ঠ কে.পি.এলের চ্যাম্পিয়ন ট্রফি উন্মেচনের মধ্যে দিয়ে শুক্রবার সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর উপজেলার পৌর এলাকার কেশবপুর নতুন বাজারে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কেশবপুর প্রিমিয়ার লীগ (কে.পি.এল) এর সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে সাধারন সম্পাদক জুবেদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি শাফি মোহাম্মদ ও বাচ্ছু আহমেদ রবিনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি শাহ রুহেল, সাধারন সম্পাদক সুবেল দেব, সিনিয়র উপদেষ্টা আবুল কালাম আকন, তফজ্জুল হক সুমন, আবু হেনা রনি, জগন্নাথপুর থানার এসআই অনিক দেব, কেশবপুর প্রিমিয়ার লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তাজিবুর রহমান, আরজাদ খাঁন, লিটন মিয়া, আনোয়ার হোসেন আনু, হোসেন আলী লারা, আরিফুল ইসলাম টখন, উপদেষ্টা সালা উদ্দিন মিটু, সহ-সভাপতি এরশাদ মিয়া, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি কাহের আরিফ, নাসির হোসেন, হবিবপুর আশিঘর টাইগার ক্রিকেট ক্লাবের সাধারন সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
এসময় উপজেলা ক্রিকেট এসোসিয়েশন ও কেশবপুর প্রিমিয়ার লীগের সকল সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে ৬ষ্ট কে.পি.এলে অংশগ্রহনকারী ৬টি দলের জন্য লটারীর মাধ্যমে খেলোয়ার নির্ধারন করা হয়।
অংশগ্রহনকারী দলগুলো হল: কয়ছর নুর ক্রিকেট ক্লাব, গোল্ডেন স্টার’স, ড্রীম এলিভেন্স, কেশবপুর এডুকেশন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ.কে, সুপার চ্যালেঞ্জার’স, আয়ান এন্ড আইমান।
এবারের আইকন প্লেয়াররা হলেন: হোসেন আলী, মাহবুবুর রহমান, আলী হোসেন, শুভ রাজ, শাকিল ও সজিব।
আজকের স্বদেশ/জে.এম