1. abubakarpressjp@gmail.com : Md Abu bakar : Md Abubakar bakar
  2. sharuarpress@gmail.com : admin520 : Md Gulam sharuar
  3. : alamin328 :
  4. jewela471@gmail.com : Jewel Ahmed : Jewel Ahmed
  5. ajkershodesh@gmail.com : Mdg sharuar : Mdg sharuar
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন
হেড লাইন
কৃষকের চাষের মাঠে জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ কানাইঘাটে আগুনে পুড়ে গেছে দু’টি গাড়ী সহ গ্যারেজ ॥ থানায় অভিযোগ জগন্নাথপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সমিতির উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল জগন্নাথপুরে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ধাক্কায় মধ্যবিত্ত ‘সঙ্কুচিত কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস উদ্যাপিত নানা কর্মসূচির মধ্য দিয়ে শান্তিগঞ্জ স্বাধীনতা দিবস পালন করেছে বিজ কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত কানাইঘাটে ন্যাশনাল লাইফের মরনোত্তর বীমার দাবীর চেক প্রদান গণহত্যা দিবস উপলক্ষ্যে কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

র‍্যাংকিংয়ে আর্জেন্টিনার উন্নতি, অন্যরা কে কোথায়?

  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩৪২ শেয়ার হয়েছে

স্পোর্টস ডেস্ক::

নতুন র‍্যাংকিং প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যথারীতি র‍্যাংকিংয়ের শীর্ষে আছে ইউরোপিয়ান দেশ বেলজিয়াম। আগের অবস্থানেই আছে বাংলাদেশ।

তালিকার শীর্ষ ৫টি দল অপরিবর্তিতই আছে। ২-এ আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এরপরই যথাক্রমে ব্রাজিল, ইংল্যান্ড ও পর্তুগাল।

১ ধাপ এগিয়ে তালিকার ৬-এ উঠে এসেছে স্পেন। ফলে একধাপ পিছিয়ে তালিকার পরের অবস্থানে উরুগুয়ে।

 

 

 

 

 

 

এক ধাপ এগিয়েছে আর্জেন্টিনাও। বিশ্বকাপ বাছাইয়ে পরপর ২ ম্যাচে জয় পাওয়ার পুরষ্কার পেয়েছেন লিওনেল মেসিরা। তালিকার ৮-এ অবস্থান তাদের। এক ধাপ পিছিয়ে ক্রোয়েশিয়া আছে ৯-এ। আর শীর্ষ দশের সবশেষ দল ল্যাতিন অ্যামেরিকান দেশ কলম্বিয়া।

জায়ান্ট দলগুলোর মধ্যে ইতালি আছে র‍্যাংকিংয়ের ১২ নম্বরে, ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি আছে ১৪-তে। এশিয়ার একমাত্র দেশ হিসেবে শীর্ষ ৩০-এ আছে জাপান। তাদের অবস্থান র‍্যাংকিংয়ের ২৭ নম্বরে।

 

 

 

 

 

 

 

 

 

 

দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকা বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত। আগের ১৮৭তম অবস্থানেই আছে জেমি ডে বাহিনী।

উপমহাদেশের দেশগুলোর মধ্যে একধাপ এগিয়ে ভারতের অবস্থান ১০৮-এ। ২১০ দেশের এই র‍্যাংকিংয়ে পাকিস্তানের অবস্থান ২০০-তে। আর ২০৬-এ আছে শ্রীলঙ্কা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের স্বদেশ/জে.এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Design and developed By: Syl Service BD