
নিজস্ব প্রতিবেদক::
সুনামগঞ্জের জগন্নাথপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) কেন্দ্রে এ্যান্ড্রয়েট মোবাইল সাথে রাখায় দায়ে কেন্দ্রের হল পরিদর্শক আনোয়ার হোসেন (২৮)কে বহিস্কার করা হয়েছে।
আজ বুধবার বিজ্ঞান পরীক্ষা চলাকালে দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে পরিদর্শনে গেলে এ্যান্ড্রয়েট মোবাইল সাথে রাখার অপরাধে শিক্ষক আনোয়ার হোসেন কে বহিস্কারের আদেশ দেন।
বহিস্কৃত শিক্ষক আনোয়ার হোসেন উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও আইডিয়াল স্কুল এন্ড কলেজের গণিত শিক্ষক। পরীক্ষার কেন্দ্র সচিব মো. ছায়াদ আলী সত্যতা নিশ্চিত করে জানান আনোয়ার হোসেন নামের ঐ শিক্ষককে পরবর্তী সকল পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
আজকের স্বদেশ/তালুকদার

