August 24, 2019, 8:44 pm

কলেজে বাবার সিনিয়র মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক::

মেয়ের পড়াশোনা দেখে আবার কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা জাগল বাবার। সেই ইচ্ছা পূরণ করতে মেয়ের কলেজেই ভর্তি হলেন তিনি। তবে ক্লাসের হিসাবে বাবার চেয়ে সিনিয়র হয়ে গেলেন মেয়ে।

এমন ঘটনা নিয়ে খবর প্রকাশ করেছেন ভারতের গণমাধ্যম এনডিটিভি। তবে বাবা-মেয়ের বিস্তারিত পরিচয় খবরে বলা হয়নি।

খবরে বলা হয়, মেয়ে জানিয়েছেন তার বাবার আইন বিষয়ে পড়ার খুব ইচ্ছা ছিল। কিন্তু বাড়ির সবাই জোর করে তাকে অন্য বিষয় পডা়নোয় তিনি পরে কনসালটেন্ট হয়ে ফার্মে চাকরি করতে শুরু করেন।

তারপর তার মেয়ে যখন আইন নিয়ে পড়া শুরু করেন। তখন বাবার মনে আবারও সেই পুরোনো ইচ্ছা জাগে।

মেয়ে বলছিলেন, আমার পড়াশোনা দেখে অনুপ্রাণিত হয়ে বাবা আবার পড়বেন বলে ভর্তি হলেন আমার কলেজে। এখানে বাবা আমার জুনিয়র!

বাবা-মেয়ে যখন সহপাঠী তখন কেমন চলছে? খুশিতে উচ্ছ্বল মেয়ের মতে, আমরা খুব ভালো বন্ধু কলেজে। প্রফেসরদের কাছে পড়ি। নোটস শেয়ার করি। আমাদের কলেজের বন্ধুরাও এক। এমনকি ক্লাসে একসঙ্গে বসি! সবাই যখন বাবার প্যাশন দেখে তার প্রশংসা করে, আমার খুব গর্ব হয়।

 

 

 

আজকের স্বদেশ/এবি

More News Of This Category


পুরাতন সংবাদ

Fri Sat Sun Mon Tue Wed Thu
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031