July 17, 2019, 3:08 am

লাশ নিয়ে খাল পার হতে গিয়ে চাচার মৃত্যু, ভাতিজা নিখোঁজ

স্বদেশ ডেস্ক::

বান্দরবানের রুমায় লাশ নিয়ে পাহাড়ি খাল পার হওয়ার সময় স্রোতে ভেসে গিয়ে ২ জন নিখোঁজ হয়।

বুধবার দুপুরের এ ঘটনার পর সমদির বম (৩০) একজনের লাশ উদ্ধার করা হয়েছে এ ঘটনা ঘটে। নিহতের ভাতিজা লালহুন সাং বম (১২) নিখোঁজ রয়েছেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলার রেমাক্রী পাংসা ইউনিয়নের চাইক্ষ্যং পাড়ায় মারা যাওয়া মাইকেল বম নামের এক শিশুর লাশের কফিন নিয়ে চুংচুং পাহাড়ি খাল পার হচ্ছিলেন কয়েকজন। এ সময় স্রোতে পা পিছলে পড়ে গিয়ে ২ জন নিখোঁজ হয়।

তারা হলেন লাল সমদির বম (৩০) এবং লালহুন সাং বম (১২)। তাদের বাড়ি রুমা উপজেলার চাইক্ষ্যংপাড়া এলাকায়।

খবর পেয়ে স্থানীয়রা খালের চারপাশে খুঁজতে থাকে। পরে সমদির বমে লাশ উদ্ধার করা হয়।

রুমা রেমাক্রী পাংসা ইউনিয়নের ইউপি সদস্য সামথিল বম বলেন, শিশুর লাশ নিয়ে খাল পার হওয়ার সময় পানির স্রোতে দুজন ভেসে যায়। তাদের একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ওসি আবুল কালাম জানান, লাশের কফিন নিয়ে পাহাড়ি খাল পার হওয়ার সময় পানিতে ভেসে যায় ২ জন পাহাড়ি। পরে সমদির বমের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ লালহুন সাংকে উদ্ধারের চেষ্টা চলছে।

 

 

 

 

আজকের স্বদেশ/জুয়েল

More News Of This Category


পুরাতন সংবাদ

Fri Sat Sun Mon Tue Wed Thu
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031