May 24, 2019, 9:21 am

মাত্র ১৩ দিনেই ওয়ালটন প্লাজা কটিয়াদী শাখার বিক্রয়ে সাফল্য অর্জন

নিজস্ব প্রতিনিধি::

কিশোরগঞ্জের কটিয়াদী শাখার ওয়ালটন প্লাজা চলতি মে মাসে মাত্র ১৩ দিনেই বিক্রয়ে সাফল্য অর্জন করেছে।

এই উপলক্ষে সোমবার সন্ধ্যায় ওয়ালটন প্লাজা কটিয়াদী শাখায় সাফল্যে অর্জনে গ্রাহকদের নিয়ে কেক কাটা হয়।

 

গত বছর পুরো মে মাস জুড়ে তাদের পণ্য বিক্রয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪০ লাখ ৫৯ হাজার ১১১ টাকা। তবে গত বছরের তুলনায় চলতি বছরের মে মাসের মাত্র ১৩ দিনেই ওয়ালটনের পণ্য বিক্রয় হয় ৪২ লাখ ৮২ হাজার ৫০৮ টাকা।

 

কেক কাটার সময় উপস্থিত ছিলেন ডেপুটি অপারেটিভ ডাইরেক্টার মীর গোলাম ফারুক, ওয়ালটন এর ময়মনসিংহ জোনের এরিয়া ম্যানেজার সুমন চন্দ্র বসাক, ওয়ালটর প্লাজা কটিয়াদী শাখার ম্যানেজার সুবীর কুমার ধর প্রমুখ।

পরে ডেপুটি অপারেটিভ ডাইরেক্টার মীর গোলাম ফারুককে কেক মুখে তুলে দেন সদস্যরা।

আগামী ২০মে ওয়ালটর প্লাজা কটিয়াদী শাখায় দিনব্যাপি কিস্তি মেলা অনুষ্ঠিত হবে।

 

 

 

 

আজকের স্বদেশ/জুয়েল

More News Of This Category