August 22, 2019, 9:29 am

জগন্নাথপুর থানার দুই এএসআই এর বদলী উপলক্ষে বিদায়ী সংর্বধনা

রুম্মান আহমদ::

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার দুই এএসআই এর বদলী উপলক্ষে থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী এর আয়োজনে বিদায়ী সংর্বধনা দেওয়া হয়েছে।

 

সোমবার রাতে বিদায়ী অফিসাদের সংবর্ধনা স্মারক প্রদান করেন থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

এসময় থানার থানার ইন্সপেক্টার তদন্ত নব গোপাল দাশ, এসআই অনুজ কুমার দাস, এসআই আতিকুল আলম খন্দকর, এসআই সাইফুর রহমান, এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী, এসআই আফছার আহমদ, এএসআই শিবলু মজুমদার , এএসআই মোক্তার হোসেন, এএসআই  জাকির হোসেন, এএসআই আনোয়ার হোসেন সহ থানার সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন আদেশে এএসআই মো. মোশাহিদ মিয়াকে সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানায় এবং এএসআই প্রনয় নালকে দক্ষিণ সুনামগঞ্জ থানায় বদলী করা হয়।

 

 

 

 

আজকের স্বদেশ/জুয়েল

More News Of This Category


পুরাতন সংবাদ

Fri Sat Sun Mon Tue Wed Thu
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31