1. abubakarpressjp@gmail.com : Md Abu bakar : Md Abubakar bakar
  2. sharuarpress@gmail.com : admin520 : Md Gulam sharuar
  3. : alamin328 :
  4. jewela471@gmail.com : Jewel Ahmed : Jewel Ahmed
  5. ajkershodesh@gmail.com : Mdg sharuar : Mdg sharuar
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন
হেড লাইন
কৃষকের চাষের মাঠে জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ কানাইঘাটে আগুনে পুড়ে গেছে দু’টি গাড়ী সহ গ্যারেজ ॥ থানায় অভিযোগ জগন্নাথপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সমিতির উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল জগন্নাথপুরে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ধাক্কায় মধ্যবিত্ত ‘সঙ্কুচিত কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস উদ্যাপিত নানা কর্মসূচির মধ্য দিয়ে শান্তিগঞ্জ স্বাধীনতা দিবস পালন করেছে বিজ কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত কানাইঘাটে ন্যাশনাল লাইফের মরনোত্তর বীমার দাবীর চেক প্রদান গণহত্যা দিবস উপলক্ষ্যে কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

কানাইঘাটে সাবল দিয়ে নলকূপ ভাঙ্গার চেষ্টা করলেন পুলিশের এএসআই

  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০১৯
  • ১০৫২ শেয়ার হয়েছে

কানাইঘাট প্রতিনিধি::

কানাইঘাটে সাবল দিয়ে জোরপূর্বক ভাবে গভীর নলকূপ ভাঙ্গার চেষ্টা করলেন নূর আহমদ নামের পুলিশের এক এএসআই।

তিনি উপজেলার বড়চতুল ইউপি ইন্দ্রকোনা গ্রামের মৃত ফরমুজ আলী পুত্র।

 

জানা যায়, গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে পুলিশের ধাপট দেখিয়ে একই বাড়ীর প্রতি পক্ষ জয়গুন নেছার আঙ্গিনায় স্থাপিত গভীর নলকূপ ভেঙ্গে জোরপূর্বক ভাবে তার নিজ ঘরে পানি সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এসময় জয়গুন নেছা সহ তার মেয়েরা নূর আহমদকে নলকূপ ভাঙ্গতে নিষেধ দিলে তাদের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এ ঘটনায় জয়গুন নেছা বাদী হয়ে কানাইঘাট থানায় এএসআই নূর আহমদকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগ সূত্রে, জানা যায় প্রায় বছর খানিক পূর্বে উপজেলার জনস্বাস্থ্য কার্যালয় হইতে জয়গুন নেছার স্বামী আব্দুল খালিকের নামে একটি গভীর নলকূপ বরাদ্ধ হয়। উক্ত নলকূপ তাদের বসত ঘরের আঙ্গিনায় স্থাপন করলে আশপাশের বিভিন্ন লোকজন দৈনন্দিন কাজে পানি ব্যবহার করে আসছেন।

কিন্তু পুলিশের এএসআই নূর আহমদের সাথে জয়গুন নেছার পরিবারের মনোমালিন্য থাকায় তিনি পুলিশি ধাপট দেখিয়ে তা ভেঙ্গে নিজ ঘরে পানি সংযোগ দিতে চেষ্টা করেন এবং জয়গুন নেছার পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরন করেন।

 

জয়গুন নেছার মেয়ে খাদিজা বেগম জানান, তাদের দুই ভাই প্রবাসে থাকায় বাড়ীতে বৃদ্ধ মা-বাবার সাথে নূর আহমদ ছুটিতে এসেই নানা বিষয়ে ঝগড়াঝাটি করে।

 

তার মা বৃদ্ধ জয়গুন নেছা আক্ষেপ করে বলেন, আইনের লোক হয়ে সে কিভাবে কিসের বলে বেআইনী কাজ করতে পারে তা বোধগম্য নয়। তিনি বিষয়টি আমলে নিয়ে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

 

অভিযুক্ত পুলিশের এএসআই নূর আহমদের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি কোন জবাব না দিয়ে ইউপি চেয়ারম্যানের সাথে যোগযোগ করার কথা বলেন।

তবে ইউপি চেয়ারমান মাওলানা আবুল হোসেনের সাথে কথা হলে, তিনি উভয় পক্ষকে নিয়ে তা মিমাংসা করে দিবেন বলে জানিয়েছেন।

 

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কানাইঘাট থানার এএসআই আবু সুফিয়ান সরেজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করেছেন।

উল্লেখ্য নূর আহমদ বর্তমানে এএসআই পদে হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

 

 

 

 

আজকের স্বদেশ/জুয়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Design and developed By: Syl Service BD