1. abubakarpressjp@gmail.com : Md Abu bakar : Md Abubakar bakar
  2. sharuarpress@gmail.com : admin520 : Md Gulam sharuar
  3. : alamin328 :
  4. jewela471@gmail.com : Jewel Ahmed : Jewel Ahmed
  5. ajkershodesh@gmail.com : Mdg sharuar : Mdg sharuar
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন
হেড লাইন
কানাইঘাটে সর্বজন শ্রদ্ধেয় ইফজালুর রহমানের দাফন সম্পন্ন ॥ বিএনপি নেতৃবৃন্দের শোক বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপি ও বার্মিংহাম সিটি বিএনপির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত বাংলা নববর্ষ উপলক্ষে কানাইঘাটে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে আগুনে সাতটি ঘর, গরু ও গোলার ধান পুড়ে ছাই ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত যোগ্য ইমাম ও খতিব হিসেবে ক্কারী সাইদুল ইসলাম’কে সম্মাননা স্মারক প্রদান দীর্ঘতম রানীগঞ্জ সেতু দেখতে মানুষের ঢল, মটরসাইকেল চালকরা বেপরোয়া: দূর্ঘটনার আশংকা কোম্পানীগঞ্জে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু ফ্রান্স প্রবাসী সৈয়দ তালেব আলীর ঈদ শুভেচ্ছা ইনায়াহ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে হত-দরিদ্র ও বেদে জনগোষ্ঠীর মানুষের মধ্যে ইফতার বিতরণ

চকবাজার ট্র্যাজেডি: শোবিজ তারকাদের শোক, নতুন ঢাকা গড়ার অনুরোধ

  • Update Time : বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৭২ শেয়ার হয়েছে

বিনোদন ডেস্ক::

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ৭০ জনের মৃত্যু হয়েছে। শহীদ দিবসে এমন ভয়াবহ ঘটনায় পুরো দেশ ও জাতি শোকাহত। রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতাসহ অনেকেই শোক জানিয়েছেন। শোক জানাচ্ছেন শোবিজ অঙ্গনের তারাকারাও।

 

চকবাজারে ভয়াবহ এ ঘটনায় ফেসবুকে শোক জানান ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান লিখেছেন, ঢাকার চকবাজারে গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা রইল। সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

 

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান চিত্রনায়িকা নিপুন। পুরান ঢাকাকে নতুন ঢাকা করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়ে ফেসবুকে তিনি লিখেন, চকবাজারের সকল দুর্ঘটনাকবলিত পরিবারের প্রতি সমবেদনা। সরকারের কাছে অনুরোধ পুরান ঢাকাকে নতুন ঢাকা করার উদ্যোগ নেয়ার জন্য। তাহলে পুরান ঢাকার লোকজন আমাদের মতো নিশ্চিন্ত জীবন পাবে।

 

চিত্রনায়ক আরিফিন শুভ একটি ছবি শেয়ার করে লিখেছেন, আমরা স্বব্ধ, আমরা শোকাহত।

চিত্রনায়ক বাপ্পি চৌধুরী শোক জানিয়ে তার ফেসবুকে লিখেন, সারারাত ঘুমাতে পারিনি। আগুনে পুড়ে ৭০ জন মানুষের মৃত্যু। এ তালিকা বাড়ছে আরও। জীবন কতটা অনিরাপদ আমাদের। মুহূর্তেই সব লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। ঢাকার চকবাজারে গত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শোক। নিহতদের আত্মার প্রতি শান্তি কামনা করছি। তার পরিবারের প্রতি রইল সমবেদনা। আমাদের উচিত রাষ্ট্রের পাশাপাশি আমাদের সবারই তাদের পাশে দাঁড়ানো। যারা আহত হয়েছেন তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা। জীবন নিরাপদ হোক…।

 

 

এদিকে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়া শোক জানিয়েছেন। নিজের ফেসবুকে তিনি লিখেন, কেবল আগুণে পুড়ে মারা গেলেন ৭০টি তাজা প্রাণ! আরও নাকি বাড়ছে! প্রকৃতির কাছে কতটা অসহায় আমরা। টিভিতে স্বজনদের আহাজারি দেখে কান্না সামলে রাখতে পারছি না। কেন এমন হয়? মানুষের কেন এমন নিষ্ঠুর মৃত্যু হবে? একদিনে এ দুর্ঘটনায় কত মানুষের জীবন গেল। স্বজন হারানোর এ ক্ষতি কীভাবে পূরণ হবে? চকবাজারে গত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শোক। নিহতদের আত্মার প্রতি শান্তি কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত চিকিৎসা হোক।

 

উল্লেখ্য, রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে বুধবার রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট একযোগে কাজ করে বুধবার রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উদ্ধার অভিযান চলে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ ঘটনায় অন্তত ৭০ জন নিহত হন। আহত হয়েছেন ৪১ জন।

 

 

 

 

আজকের স্বদেশ/জুয়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Design and developed By: Syl Service BD