August 22, 2019, 10:03 am

সুনামগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে নিহত ২

আজকের স্বদেশ ডেস্ক::

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের রনবিদ্যা এলাকায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো পাঁচজন।

 

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহতের নাম পাওয়া যায়নি।

 

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম সাংবাদিকদের জানান, ঢাকা থেকে রড বোঝাই একটি ট্রাক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিন্নাকুলি এলাকায় যাচ্ছিল। পথে রনবিদ্যা এলাকার বেইলি ব্রিজে উঠলে ব্রিজটি ভেঙে ট্রাকটি খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করে। এসময় আহত অবস্থায় পাঁচ শ্রমিককে উদ্ধার করা হয়। ট্রাকের ভেতরে আরেক শ্রমিকের মরদেহ রয়েছে। ওই মরদেহটি উদ্ধারের চেষ্টা চলছে।

 

 

 

 

 

আজকের স্বদেশ/আবু বকর

More News Of This Category


পুরাতন সংবাদ

Fri Sat Sun Mon Tue Wed Thu
1234567
891011121314
15161718192021
22232425262728