বিশেষ প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সেচ্ছায় রক্তদান কর্মসুচি পালন করেছে সুনামগঞ্জ জেলা পুলিশ।
শনিবার বিকেলে জেলাপুলিশ লাইন্সে পুলিশ সুপার বরকতুল্লাহ খান সেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে এই কর্মসুচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, সহকারি পুলিশ সুপার মাহবুবুর রহমান, সহকারি পুলিশ সুপার দোলন আহমেদ,
ডিআইও ওয়ান আনোয়ার হোসেন মৃধা, সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল্লাহ, জেলা গোয়েন্দা শাখা(ডিবি) ওসি কাজী মোক্তাদীর হোসেন,
ট্রাফিক ইন্সপেক্টর মো. শামছুল ইসলামসহ বিভিন্ন থানাসমুহের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ও জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ।
পুলিশ সুপার বরকতুল্লাহ খান বলেন‘ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবন দিয়ে বাঙালী জাতির সেবা করে গেছেন, তার মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা,
বঙ্গবন্ধুর জীবন থেকে আমাদের শিক্ষা নেয়া উচিৎ, আমরা ভালো কাজ করার চেষ্টা করি, মানবতার জন্য বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে কাজ করতে পারা গর্বের,
আমরা রক্তদানের মধ্য দিয়ে মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসতে হবে, এই সেবাদান করতে পারলে সৃষ্টিকর্তাও সন্তুষ্ট থাকবেন,
মানুষের জন্য কাজ করতে পারা টা অন্য রকম এক ভালোলাগার, আমাদের ক্ষুদ্রতম এই উদ্যোগ একজন মানুষের জীবন বাঁচাতে ভুমিকা রাখলে আমরা পরিতৃপ্ত হবো’।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply