বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে বাড়ির সামনের ডুবায় পরে ২ শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে ধনপুর ইউনিয়নে হালাবাদি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে
দুর্ঘটনায় নিহতরা হল ধনপুর ইউনিয়নের হালাবাদি গ্রামের কাসেম আলীর মেয়ে রুবাআক্তার(৬) একি এলাকার মজিবুর রহমানের মেয়ে জান্নাতুল(৬)।
নিহতদের পারিবারিক সুত্রে জানা যায়, আজ শনিবার দুপুরের দিকে বাড়ির কাজে ব্যাস্ত থাকায় হঠাৎ দেখাযায় বাচ্চারা ঘরে নেই সাথে সাথে তাদের খুজ নিয়ে বাড়ির পাশে ডুবায় গিয়ে দেখি রুবাও জান্নাতুল পানিতে ভাসছে।
সাথে সাথে তাদের হাসপাতালে নেওয়া জন্য রওনা হলে রাস্তায় মারাযায় তারা। এ বিষয়ে জানতে চাইলে বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মনির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply