আজকের স্বদেশ ডেস্ক::
পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুগ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে ১০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ২০ জন। বুধবার রাতে পৌর এলাকার মণ্ডলপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- হাসিনা বেগম (৪২), মঞ্জিলা খাতুন (৪৫), রোজিনা বেগম (৩৬), সাজীদা বেগম, মো. রাসেল মণ্ডল, জাহেদুল মণ্ডল (৩০), মো. আকাশ প্রামাণিক, পাপ্পু প্রামাণিক (২০) প্রমুখ।
স্থানীয়দের অভিযোগ, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে পৌর এলাকার পশ্চিম মণ্ডলপাড়া মহল্লায় কয়েকজন যুবক হামলা চালায়। এ সময় তারা আগ্নেয়াস্ত্র দিয়ে সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় তারা বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বোমা ফাটিয়ে এলাকা ত্যাগ করে। এতেই ১০ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন।
তারা আরও জানান, মণ্ডলপাড়ায় দীর্ঘদিন ধরে অপ্রীতিকর পরিস্থিতি বিরাজ করছে। বহুদিন ধরে বিএনপি ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে এ ঝামেলা করে আসছেন।
পাবনা সদর থানার ওসি (তদন্ত) মো. জালালউদ্দিন বলেন, দীর্ঘদিনের পুরনো ঝামেলা আবার নতুন করে শুরু হয়েছে। উভয়পক্ষের পাবনা সদর থানায় মামলা রয়েছে। আজকের ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাতের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। মামলা হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply