পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
গত ৫ আগস্ট স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়। হাসনাৎ জামান চৌধুরী জর্জ দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, দেবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অধিনে ‘আয় বর্ধক’ দুটি ট্রেডের প্রশিক্ষণের প্রশিক্ষনার্থী বাছাই প্রক্রিয়ায় বাঁধা দেয় উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ‘ডকুমেন্টারি হেরিটেজ’ (বিশ্ব প্রামাণ্য ঐহিত্য) হিসেবে স্বীকৃতি দেয়ায় আনন্দ শোভাযাত্রা উপলক্ষে প্রস্তুতি সভায় বিঘ্ন ঘটায় ওই চেয়ারম্যান।
এছাড়া উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জের কথা মতো না চলায় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরুজুল ইসলামকে প্রায় ২ ঘন্টা তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা ও উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সামনে অবস্থান নিয়ে উপজেলা চেয়ারম্যানের মদদপুষ্ঠ ব্যাক্তিবর্গের দ্বারা উপজেলা নির্বাহী অফিসারের পরিবারবর্গকে ৮ ঘন্টা অবরুদ্ধ করে রাখার কারনে
প্রশাসনসহ বিভিন্ন মহলের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা পরিষদ আইন (সংশোধিত) ২০১১ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তার পরিবর্তে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় প্যানেল চেয়ারম্যান পরিমল দে সরকারকে। এমনকি তার বিপক্ষরা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জের বরখাস্ত হওয়া
প্রজ্ঞাপনের কাগজটি উপজেলার বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। তারই প্রেক্ষিতে মঙ্গলবার হাসনাৎ জামান চৌধুরীকে বরখাস্তের খবর ছড়িয়ে পড়লে বিপক্ষরা উচ্ছসিত হয়ে মিষ্টি বিতরণও করে।
পঞ্চগড় স্থানীয় সরকারের উপ-পরিচালক প্রিয়সিন্ধু তালুকদার বলেন, দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে একাধিক অভিযোগ করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তাকে ওই পদে বহাল রেখে তদন্ত সম্ভব নয় তাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply