ছাতক প্রতিনিধিঃ
ছাতকে একই সাথে ৫১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে। গত ২৪ জুলাই প্রাথমিক শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী প্রধান মোহাম্মদ নুরুন্নবী স্বাক্ষরিত সরকারী এক পরিপত্রে এ তথ্য জানা গেছে।
সিলেট বিভাগে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণে অনুমোদিত তালিকার মধ্যে বিদ্যালয়ের সংখ্যা সব চেয়ে বেশী ছাতক উপজেলায়। এ উপজেলার অনুমোদিত প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নতুন ভবন নির্মাণের তালিকায় রয়েছে ছাতক পৌরসভার বাঁশখালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর ইউনিয়নের গনেশপুর, নোয়াগাঁও, রহমতপুর, নোয়ারাই ইউনিয়নের চানপুর, শারফিননগর, মানিকপুর-গোদাবাড়ি, রাজারগাঁও, সিঙ্গেরকাচ,
কালারুকা ইউনিয়নের চানপুর, উজিরপুর, নয়া লম্বাহাটি, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বাউভোগলী, খাগামুড়া, তকিপুর হাউলী, ভেরাজপুর, চানপুর, বিলপাড়, ধারন নতুনবাজার, গোবিন্দনগর, উত্তর খুরমা ইউনিয়নের মোহনপুর, মৈশাপুর, কাঞ্চনপুর, দক্ষিন খুরমা ইউনিয়নের পরশপুর, চেচান, জাতুয়া, মায়েরকুল, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের লক্ষীপুর, নোয়াপাড়া, কৃষ্ণনগর, শ্যামনগর, ছৈলা,
খিদুরা, জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও, মোগলগাঁও, খারাই, বানায়ত, আগিজাল, বিনন্দপুর, সিংচাপইড় ইউনিয়নের বাকান্দি, মামদপুর, চরমহল্লা ইউনিয়নের জালালীচর, শাখাইতি, খরিদিচর, চারিগ্রাম-চরদুলভ, চরচৌলা, দোলারবাজার ইউনিয়নের রাউলী, চানপুর, চেলারচর, ভাতগাঁও ইউনিয়নের সুলেমানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply