ছাতক প্রতিনিধিঃ
ছাতকের জামেয়া মুহাম্মদিয়া মুক্তিরগাঁও দাখিল মাদরাসায় দু’দিনব্যাপী তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় জামেয়ার হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ছাতক ইসলামিক সোসাইটি ইউকে’র সাবেক প্রেসিডেন্ট কমিউনিটি লিডার মো. মনির উদ্দিন।
জামেয়ার প্রিন্সিপাল মাওলানা মখছুছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জামেয়ার শিক্ষক মাওলানা বদরুল আলম, মাওলানা শহীদুল ইসলাম, মো. ফজলুল হক, মো. নুরে আলম ও ইমাম উদ্দিন প্রমূখ।
দু’দিনব্যাপী এ প্রতিযোগিতায় প্রথম দিনে জামেয়া নার্সারি থেকে জামেয়া দাখিল পর্যন্ত ৪টি গ্রুপে কেরাত, ইসলামী সংগীত, আযান, আবৃত্তি ও বিষয়ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ দ্বিতীয় দিনে ‘শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরনী অনুষ্ঠনের মধ্যদিয়ে দু’দিনব্যাপী এ প্রতিযোগিতা সমাপ্ত হবে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply