1. abubakarpressjp@gmail.com : Md Abu bakar : Md Abubakar bakar
  2. sharuarpress@gmail.com : admin520 : Md Gulam sharuar
  3. : alamin328 :
  4. jewela471@gmail.com : Jewel Ahmed : Jewel Ahmed
  5. ajkershodesh@gmail.com : Mdg sharuar : Mdg sharuar
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
হেড লাইন
জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের বৃক্ষ রোপণ শান্তিগঞ্জে প্রভাবশালীর হামলায় যুবক নিহত, সংকটাপন্ন নিহতের ভাই, গ্রেফতার ২ জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ সাত্তার মতবিনিময় জীবনের জলছন্দে বাঁচা: শান্তিগঞ্জের হাওরপাড়ের জেলেদের কষ্ট শান্তিগঞ্জে যৌথ অভিযানে ৬৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ড.ইউনুস ও তারেক রহমানের সাক্ষাৎ হবে দেশবাসীর জন্য একটি ইতিবাচক পদক্ষেপ : কলিম উদ্দিন মিলন সিলেট বিভাগে ৮৩ পশু কোরবানি করল আস-সুন্নাহ ফাউন্ডেশন জগন্নাথপুরে আর- রাহমান হাফিজিয়া মাদরাসা মইজপুর এর উদ্বোধন, দ্বীনি শিক্ষা অজর্ন মুসলমানদের নৈতিক দায়িত্ব- সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সাদা পাথরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু কানাইঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন পুণরায় নিজাম সভাপতি- মাহবুব সম্পাদক

ছাতকের বাংলাবাজারে ২৯ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় মাত্র একজন পরিদর্শিকা

  • Update Time : মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮
  • ৬৯৬ শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জ জেলার ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নে একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা দিয়ে চলছে ২৯ হাজার মানুষের স্বাস্থ্যসেবা। বছরের পর বছর শূন্য রয়েছে ৬টি পদের বিপরীতে ৫টি পদ।

 

 

 

এ স্বাস্থ্য কেন্দ্রে শূন্যপদগুলো পূরণ না করায় স্বাস্থ্যসেবায় চরম ব্যঘাত সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে কর্তৃপক্ষের কোন নজরদারী নেই‚ নেই বিদ্যুৎ সংযোগ‚ পানিও নলকূপের অবস্থাও করুণ। অথচ এ ‘হ-য-ব-র-ল’ অবস্থায় স্বাস্থ্য কেন্দ্রটি এবার সুনামগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব হওয়ায় হাসপাতালের একমাত্র দায়িত্ব পালনকারী পরিবার পরিদর্শিকা নিশা রানী মজুমদার পেয়েছেন সার্টিফিকেট ও ক্রেষ্ট।

 

 

 

 

জানা যায়, ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বাংলাবাজারে ১৯৮৪ সালে স্থাপিত হয় ইউনিয়ন পরিবার কল্যাণ ও স্বাস্থ্য কেন্দ্র। এ কেন্দ্রের অধীনে রয়েছে প্রায় ৪৮টি গ্রাম। ২০১৬ইং সালের গণনা অনুযায়ি এ কেন্দ্রের আওতায় রয়েছে ২৮হাজার ৯শ’ ৯৪টি জনসংখ্যা। দম্পতি ৩হাজার ৭শ’ ৮৪জন ও গর্ভবর্তী নারি রয়েছেন ৩শতাধিক। এমনটি তথ্য দিয়েছেন স্বাস্থ্য কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে একমাত্র চাকুরিরত নিশা রানী মজুমদার।

 

 

 

তিনি বলেন, ১৯৮৪ সালে এখানে চাকুরিতে যোগদান করেন পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে। এ সময় ফার্মাসিষ্ট পদে যোগদান করেন মাহমুদ হাসান। তিনি যোগদান করার পর ১৯৯৮ইং সালে এখান থেকে ছাতক হাসপাতালে চলে যান। ২০১৫ইং থেকে তিনিও ডিপোটিশনে সিলেট ডিআর এস এ কর্মরত আছেন। পিয়ন পদে আফাজ উদ্দিন ২০১৪ইং সালে যোগদানের একবছর পর তিনিও ছাতক হাসপাতালে চলে গেছেন।

 

 

১৯৯৬ সাল থেকে অয়া পদটি শূন্য রয়েছে। এদিকে স্বাস্থ্য কেন্দ্রে উপ-সহকারি মেডিকেল অফিসার পদে ডাক্তার সুনিল রঞ্জন যোগদান করেন। তার যোগানের পর ২০১৫ সালে তিনিও অবসরে চলে যান। এখন তিনির (পরিবার কল্যাণ পরিদর্শিকা) পদ ছাড়া বাকি মেডিকেল অফিসার, উপ-সহকারি মেডিকেল অফিসার, ফার্মাসিষ্ট, পিয়ন ও আয়া ৫টি পদ শূন্য রয়েছে।

 

 

 

 

অন্যান্য পদে কেউ কেউ দায়িত্ব পালন করলেও প্রথম থেকেই মেডিকেল অফিসার পদটি শূন্যের কৌটায় রয়েছে। তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত উল্লেখ করে নিশা রানী মজুমদার আরো বলেন, চলতি বছরের ডিসেম্বরে তিনিও অবসরে যাচ্ছেন। তিনি চলে গেলে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি একদম শুন্য হয়ে পড়বে। তিনি একাই স্বাস্থ্য কেন্দ্রটি পরিচালনা করে এবং ইউনিয়নের মানুষকে নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করায় গেল ১১ জুলাই সুনামগঞ্জ জেলার মধ্যে তার এ কেন্দ্রটি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

 

 

জেলার উপ-পরিচালক (ডিডি) মোজাম্মিল হক এ শ্রেষ্ঠত্বের ঘোষণা প্রদান করে সার্টিফিকেট ও ক্রেষ্ট দেয়া হয়েছে তাকে। এক প্রশ্ন উত্তরে নিশা রানী মজুমদার “আজকের স্বদেশকে বলেন, স্বাস্থ্য কেন্দ্রের সব দায়িত্ব তিনি একাই সামাল দিয়ে যাচ্ছেন। প্রতি মাসে তিনি এখানে ১০/১৫টি ডেলিভারি করে থাকেন। জটিল রোগিদের উপজেলা বা সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণের নির্দেশ দেন। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতি মাসে ২৬ ধরণের ঔষধ বরাদ্ধ দিলেও আগষ্ট মাসে দিয়েছেন মাত্র ১০টি। এতে রোগিদের চাহিদা মেঠানো সম্ভব নয়।

 

 

 

এলাকার একাধিক লোকজনের সাথে আলাপকালে জানা যায়, ছৈলা অফজলাবাদ ইউনিয়নের একমাত্র পরিবার কল্যাণ ও স্বাস্থ্য কেন্দ্রটি স্থাপিত হওয়ার পর থেকে মেডিকেল অফিসারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য রয়েছে। কর্তৃপক্ষ বিষয়টি কোন প্রকার গুরুত্ব দিচ্ছেন না। এতে রিতিমত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত রয়েছেন ইউনিয়নের ২৯হাজার মানুষ।

 

 

উপ-সহকারি মেডিকেল অফিসার অবসরে যাওয়ার পর দু’বছরের অধিক সময় ধরে তার পদটি শুন্য রয়েছে। ফার্মাসিষ্টও নেই ১৯বছর ধরে। শুধু পরিবার কল্যাণ পরিদর্শিকা দিয়ে চলছে স্বাস্থ্যসেবার কার্যক্রম। যুগ যুগ ধরে গুরুত্বপূর্ণ পদশূন্য এ পরিবার কল্যাণ ও স্বাস্থ্য সেবা কেন্দ্রটি জেলার মধ্যে শ্রেষ্ঠত্বে অবধান কেমনে সম্ভব ইহা রিতিমত হাস্যকর বলে স্থানীয় অনেকেই মনে করছেন। তারা বলেন, এখানে দায়িত্ব গ্রহণের প্রায় ১৪বছর পরে ছাতকে চলে যান ফার্মাসিষ্ট মাহমুদ হাসান।

 

 

 

 

দায়িত্বপালন না করেই ছাতক হাসপাতালে অবস্থান করে দীর্ঘদিন তিনি বেতন ভাতা উত্তোলন করেছেন। এর ন্যায় পিয়ন আফাজ উদ্দিনসহ প্রায় সকলেই।

 

 

 

এ ব্যাপারে সাবেক ইউনিয়ন সদস্য আবু তাহের বলেন, দীর্ঘদিন ধরে ডাক্তার শূন্য এ স্বাস্থ্য কেন্দ্রটির খবর কেউ রাখছেন না। হাসপাতালের নির্ধারিত কোঠার থাকলেও এখানে নিয়মিত কেই থাকছেন না। দীর্ঘদিন থেকে একমাত্র পরিদর্শিকা দিয়ে চলে আসছে চিকিৎসা সেবা। দ্রুত এ সমস্যা সমাধানে এগিয়ে আসতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি আহবান জানান।

 

আজকের স্বদেশ/তুহিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Design and developed By: Syl Service BD