নিজস্ব প্রতিবেদক:
ছাতকে সরকারীভাবে ধান সংগ্রহের কার্যক্রম প্রায় শেষ হয়েছে। চলতি বোরো মৌসুমে সরকারীভাবে নির্ধারিত ৪০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারন করা হয়। ইতিমধ্যেই মাসব্যাপী ধান সংগ্রহ কার্যক্রম প্রায শেষের পথে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে সরকারীভাবে ধান সংগ্রহের বিষয়টি নিয়ে একাধিক কৃষক অনিয়ম ও দূনীতির অভিযোগ তুলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক জানান, প্রকৃত অনেক কৃষক তাদের ধান সরাসরি গোদামে দিতে পারেনি। একটি সিন্ডিকেটের মাধ্যমে লক্ষমাত্রার অধিকাংশই ক্রয় করা হয়েছে। যে কারনে ধান বিক্রির সরকারী সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।
কিন্তু এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেছেন সংশ্লিষ্টরা। জানা যায় উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে উৎপাদনের ভিত্তিতে ৪০০ মেট্রিকটন ধান সরকারীভাবে সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারিত করা হয়। এ উপজেলায় উৎপাদিত ৮৯হাজার ১৭৮ মেট্রিক টন ধানের মধ্যে ছাতক পৌরসভা ১১ মেট্রিক টন, ছাতক সদর ইউনিয়ন ২৩.৫মেট্রিক টন, ইসলামপুর ইউনিয়ন ২৮মেট্রিক টন,
নোয়ারাই ইউনিয়ন ৪০মেট্রিক টন, কালারুকা ইউনিয়ন ২৮.৫মেট্রিক টন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন ২৪মেট্রিক টন, উত্তর খুরমা ইউনিয়ন ২৮মেট্রিক টন, দক্ষিন খুরমা ইউনিয়ন ২৩মেট্রিক টন, ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন ৩২মেট্রিক টন, চরমহল্লা ইউনিয়ন ৩৩মেট্রিক টন, জাউয়াবাজার ইউনিয়ন ৩০মেট্রিক টন, সিংচাপইড় ইউনিয়ন ৩১মেট্রিক টন, দোলারবাজার ইউনিয়ন ২৯ মেট্রিক টন ও ভাতগাঁও ইউনিয়ন ৩৪মেট্রিক টন ধান সংগ্রহের তালিকায় রয়েছে।
ইতিমধ্যেই সরকারীভাবে ধান সংগ্রহের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। ছাতকের গোদাম কর্মকর্তা আমিরুল ইসলাম অনিয়মের অভিযোগ উড়িয়ে দিয়ে জানান, লক্ষমাত্রাকে সামনে রেখে কৃষকের আইডি কার্ড অনুযায়ি ধান সংগ্রহ ও ব্যাংক একাউন্টের মাধ্যমে মূল্য পরিশোধ করা হয়েছে। এখানে অনিয়ম বা দূর্নীতির কোন সুযোগ নেই। কয়েক দিনের মধ্যেই সরকারী লক্ষমাত্রা পুরন করা সম্ভব হবে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply