ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নে গত এপ্রিল মাসের ভিজিএফ’র চাল না পেয়ে চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেলের বিরুদ্ধে চাল ও টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে গত রোববার বিকেলে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভিজিএফ কর্মসূচীর উপকার ভোগীরা।
লিখিত ওই অভিযোগ বলা হয়, গত মে ২০১৭ইং থেকে এপ্রিল ২০১৮ইং পর্যন্ত ভিজিএফ’র চাল ও টাকা উপজেলার অন্যান্য উপকার ভোগীর মধ্যে বিতরণ করা হলেও সিংচাপইড় ইউনিয়নে বিভিন্ন কিস্তিতে মে ২০১৭ থেকে মার্চ ২০১৮ পর্যন্ত বিতরণ করা হয়েছে।
কিন্তু সিংচাপইড় ইউনিয়নের উপকার ভোগীরা এখন পর্যন্ত ভিজিএফ’র চলতি বছরের এপ্রিল মাসের চাল ও টাকা পাননি। এ বিষয়ে তদন্ত পূর্বক আইনাগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন উপকার ভোগীরা।
এব্যাপারে সিংচাপইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেলের সাথে মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার আবেদা আফসারী জানান, বিষয়টি খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply